নায়িকাদের পর এবার ডিপফেকের শিকার কোহলি
ডিপফেক ইস্যুতে কদিন আগেও তোলপাড় ছিল বলিউড। আলিয়া ভাট, রাশমিকা মান্দানা, অনন্যা পাণ্ডে থেকে শুরু করে শাহরুখকন্যা সুহানা খানের ভুয়া ভিডিও তৈরি করা হয়। ইন্টারনেটে ভাইরাল হওয়া সেসব ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন প্রত্যেকেই। তবু, থেমে নেই অপরাধীরা। এবার ডিপফেকের শিকার হলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
সামাজিক যোগযোগমাধ্যমে হুট করেই একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে, কোহলিকে একটি বেটিং সাইটের বিজ্ঞাপন করতে দেখা যায়। কীভাবে অল্প সময়ে অনেক অর্থ আয় করা যায়, সেটি নিয়ে আলোচনা করছেন তিনি। প্রথম দেখায় বোঝার উপায় নেই এটা কোহলি নয়।
ভারতীয় টিভি চ্যানেল আজ তক এই ভিডিওটি প্রকাশ করে। তারা জানিয়ে দেয়, এটি আসলে একটি ডিপফেক ভিডিও। জানাজানি হওয়ার পর মুম্বাই পুলিশের সহায়তা নেন কোহলি। পুলিশ এর তদন্ত চালিয়ে যাচ্ছে।
এর আগে ক্রিকেটারদের মধ্যে কিংবদন্তি শচীন টেন্ডুলকারও হয়েছিলেন ডিফফেকের শিকার। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই প্রযুক্তির সহায়তায় বেড়েই চলেছে এমন অপরাধের সংখ্যা।