বিয়েবার্ষিকীতে স্ত্রীকে কী বললেন সৌরভ?
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। খেলা ছাড়ার পরও এতটুকু জনপ্রিয়তা কমেনি সাবেক ভারতীয় অধিনায়কের। পুরোদস্তুর ক্রীড়া সংগঠক তিনি। পাশাপাশি একজন জনপ্রিয় উপস্থাপক। ১৯৯৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলির সঙ্গে। জীবনের চড়াই-উৎরাই পেরিয়ে পার করেছেন ২৭টি বছর।
সৌরভ-ডোনার বিবাহবার্ষিকী ২১ ফেব্রুয়ারি। পুরোনো দিনের স্মৃতিচারণ করে বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন সৌরভ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্ত্রী ডোনার সঙ্গে পুরোনো একটি ছবি দেন প্রিন্স অব কলকাতা।
ছবিতে দেখা যায়, সৌরভ-ডোনা একে অপরের দিকে তাকিয়ে আছেন। সেখানে লেখেন— ‘জীবনে উত্থান-পতন আসবে যাবে। পুরো সময়টাতে তুমিই আমার রত্ন হয়ে পাশে আছ। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।’
দাদা-খ্যাত সৌরভ ১৯৯২ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। খেলা ছাড়ার পর হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি। খেলোয়াড়ি জীবনে অসামান্য অবদান রাখায় পেয়েছেন পদ্মশ্রী ও অর্জুন অ্যাওয়ার্ড। সৌরভ-ডোনা দম্পতির সানা গাঙ্গুলি নামে এক কন্যা সন্তান রয়েছে।