১০০ দিন আগেই শেষ বিশ্বকাপের ৯ ম্যাচের টিকিট
সময়ের হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর মাঠে গড়াতে আর মাত্র ৯৮ দিন বাকি। এরপরই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৮তম আসর। প্রথমবারের মতো মার্কিন মূলুকে বিশ্বকাপ দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। এরইমধ্যে শেষ হয়ে গিয়েছে বিশ্বকাপের অন্তত ৯টি ম্যাচের টিকিট।
ক্রিকেটের যেকোনো ইভেন্টে সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান লড়াই। আসন্ন বিশ্বকাপেও ব্যাতিক্রম নয়। বিশ্বকাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াই দেখার জন্য ভেন্যুর ধারণক্ষমতার চেয়েও ২০০ গুন বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে আইসিসি। আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ভেন্যুর দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার।
বিশ্বকাপকে সামনে রেখে পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল আইসিসি। সেখানে ১৬১টি দেশের অন্তত ৩০ লাখ মানুষ আবেদন করেন। অবিক্রীত টিকিট কেনার শেষ দিন ছিল গত পরশু। সেদিন যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হতে চলা ১৬ ম্যাচের মধ্যে ৯টিরই সব টিকিট বিক্রি হয়ে গেছে। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি।
নিউইয়র্কে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তিন ক্যাটাগরির অগ্রিম টিকিট ছেড়েছিল আইসিসি। স্ট্যান্ডার্ড ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছে ১৭৫ মার্কিন ডলার (১৯ হাজার ২০০ টাকা), স্ট্যান্ডার্ড প্লাস টিকিটের দাম ৩০০ ডলার (৩২ হাজার ৯০০ টাকা) এবং প্রিমিয়াম টিকিটের দাম ৪০০ ডলার (৪৩ হাজার ৯০০ টাকা)।