বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা শ্রীলঙ্কার
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আম্পায়ারের সমালোচনা করে নিষিদ্ধ হন শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যার ফলে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে খেলতে পারবেন না এই ক্রিকেটার। তারপরও এই ক্রিকেটারকে অধিনায়ক করেই বাংলাদেশ সফরের জন্য টি-২০ দল ঘোষণা করল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে ১৭ সদস্যের দল ঘোষণা করে এসএলসি। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চ মাসের প্রথম দিন বাংলাদেশে পা রাখছে শ্রীলঙ্কা। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে, এক বছর পর এসেছেন ওপেনার আভিস্কা ফার্নান্ডো। দলে নেই পাতুম নিশাঙ্কা। দলের সহ-অধিনায়ক হিসেবে আছেন চারিত আসালাঙ্কা, হাসারাঙ্গার অনুপস্থিতিতে তাঁরই ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করার কথা।
এ সফরে তিনটি টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ৯ মার্চ সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ওয়ানডে তিনটি হবে চট্টগ্রামে ১৩, ১৫ ও ১৮ মার্চ। এরপর প্রথম টেস্টের জন্য আবার সিলেটে ফিরবে দুই দল, যে ম্যাচটি শুরু ২২ মার্চ। ৩০ মার্চ চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিত আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, মহীশ তিকশানা, আকিলা দনাঞ্জয়া, মাতিশা পাতিরানা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান তুশারা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, জেফ্রি ভ্যান্ডারসে।