ধোনির ১২ শব্দের রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা
ঠিক চার বছর আগে হঠাৎ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের আসন্ন আসর শুরুর আগে ফের রহস্যময় এক পোস্ট করেছেন আইপিএলের অন্যতম সফলতম অধিনায়ক, যা ঘিরে তৈরি হয়েছে জল্পনা-কল্পনা।
গতকাল সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হঠাৎ রহস্যময় একটি পোস্ট দেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনি। তিনি লিখেছেন, ‘নতুন মৌসুম ও নতুন দায়িত্বের জন্য আর অপেক্ষা করতে পারছি না। সঙ্গে থাকুন।’ তার এমন পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। ধোনির ভক্ত-সমর্থকরা অনুমান করতে শুরু করেন কি সেই নতুন দায়িত্ব। তাহলে কি আইপিএল থেকে অবসর নিচ্ছেন ধোনি?
কেউ কেউ লিখছেন ধোনি হয়তো এবার মেন্টর হিসেবে আসবেন। কেউ কেউ বলছেন কোচ হবেন। আর কেউ কেউ লিখছেন অধিনায়ক ও মেন্টরের দায়িত্ব পালন করবেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন ধোনি। তবে কেউ কেউ ধোনির অবসরের ঘোষণা নিয়েও মন্তব্য করেছেন।
যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সিএসকে। ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে দলটি। চেন্নাই ও ধোনির সমান শিরোপা জিতেছে কেবল রোহিত শর্মা ও তার দল মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী ২২ মার্চ সিএসকে ও আরসিবি ম্যাচ দিয়েই আইপিএলের পর্দা উঠছে। মাঠে না ডাগআউটে; কোথায় দেখা যাবে ধোনিকে, সেই অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।