আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতাকে মূল্য দিচ্ছে চেন্নাই
আসন্ন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধির নাম মুস্তাফিজুর রহমান। যিনি খেলবেন মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল চেন্নাই সুপার কিংসের হয়ে। নিলাম থেকে বাংলাদেশি তারকাকে প্রথমবার দলে ভিড়িয়েছে চেন্নাই।
তবে, মূল টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে মুস্তাফিজের পারফরম্যান্স চিন্তা দিচ্ছে ভক্তদের। কারণ,সাম্প্রতিক সময়ে চেনা ছন্দে নেই মুস্তাফিজ। কাটারে নেই ধার। এমনকি দেশের জার্সিতেও তার জায়গাটা এখন নড়বড়ে। সবশেষ শ্রীলঙ্কার হয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে সিরিজে খরুচে বোলিং করে সমালোচনার মুখে পড়েছেন।
মুস্তাফিজের পারফরম্যান্স যখন চিন্তায় ফেলছে তখন অভিজ্ঞতা মূল্যায়ন করছে চেন্নাই। বাঁহাতি এই পেসারের সামর্থ্য ও অভিজ্ঞতার ওপর ভরসা করছেন চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাভো বলেছেন, ‘আমাদের ভালো একটি দল রয়েছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা সত্যিই অনেক ভালো খেলেছি। এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস। ফিজও (মুস্তাফিজুর রহমান) অভিজ্ঞ এবং মান সম্পন্ন। (মাথিশা) পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি। তুষার দেশপান্ডে, যে গত মৌসুমে ভালো করেছিল। এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’
এবারের আইপিএল মাঠে গড়াবে আগামী ২২ মার্চ থেকে। শুরুর দিনই মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।