প্রথমবার আইপিএলের শিরোপা জিতল বেঙ্গালুরু
আইপিএলের সবচেয়ে দুর্ভাগা দলের নাম বললেই সবার ওপরে উঠে আসবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নাম। বেশ কয়েকবার শিরোপা জয়ের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি দলটি। বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সরা এখন পর্যন্ত যা করতে পারেননি, এবার সেটাই করে দেখাল স্মৃতি মান্ধানার দল। প্রথমবারের মতো নারী আইপিএলের শিরোপা জিতল দলটি।
বেঙ্গালুরুর পাশাপাশি আইপিএলে দিল্লিও কখনও শিরোপা জেতেনি। এবার যে দলই শিরোপা জিতত, সেটা নিশ্চিতভাবেই সেই দলের প্রথম শিরোপা হতো। এমন সমীকরণের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় দিল্লি। ১৮.৩ ওভার ব্যাটিং করে দলটি তোলে ১১৩ রান। জবাবে টপ অর্ডারের দায়িত্বশীল কয়েকটি ইনিংসে একদম শেষ ওভারে গিয়ে ম্যাচটি জিতে নেয় বেঙ্গালুরুর নারী দল।
১১৪ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৭ বলে চারটি চারে ৩৫ রান তুলে অপরাজিত থাকেন গত এক দশকের অন্যতম সেরা অলরাউন্ডার এলিসা পেরি। সঙ্গে ১৪ বলে ১৭ রান তুলে অপরাজিত থাকেন রিচা ঘোষ। উদ্বোধনী জুটিতেই অবশ্য ৪৯ রান তোলে বেঙ্গালুরু। অধিনায়ক মান্ধানার ব্যাটে আসে ৩৯ বলে ৩১ রানের একটি ইনিংস।
এর আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে দিল্লি। উদ্বোধনী জুটিতেই দলটি তোলে ৬৪ রান। অধিনায়ক মেগ ল্যানিং করেন ২৩ বলে ২৩ রান। আরেক ওপেনার শেফালি ভার্মা ২৭ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৪৪ রান করেন। যদিও ওপেনিং জুটি ভাঙার পর আর কিছুই করতে পারেনি দিল্লি।