হতশ্রী ব্যাটিংয়ে একশর আগে গুটিয়ে গেল বাংলাদেশ
টেস্টে ছেলেরা আর ওয়ানডেতে মেয়েরা; ব্যাটিং নিয়ে যেন দুশ্চিন্তা কাটছে না বাংলাদেশের। প্রথম দুই ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ নিগার সুলতানের দল। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়াকে সহজ লক্ষ্য দিল বাংলাদেশ।
আজ (২৭ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২৬.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৮৯ রান তোলে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৬ রান করেন নিগার সুলতানা।
আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই সুমাইয়া আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় সাজঘরে ফেরেন এই ওপেনার। আরেক অপনার ফারজানা হক বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৮ রামের মাথায় বিদায় নেন তিনি। ১৪ বলে ৮ রানের বেশি করতে পারেননি তিনি। শুরুতেই ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বাংলাদেশ।
তবে পরের ব্যাটাররাও সেই চাপ সামাল দিতে ব্যর্থ। দ্রুতই মুর্শিদা, ফাহিমা ও রিতু মনির উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে স্বাগতিকরা। পরে রাবেয়া-নাহিদারা চেষ্টা করলেও তা বড় স্কোর গড়ার জন্য যথেষ্ঠ ছিল না। শেষমেশ সব উইকেট হারিয়ে ৮৯ রানে থামে বাংলাদেশ।