বাংলাদেশের হতাশা, বড় সংগ্রহ নিয়ে চা বিরতিতে শ্রীলঙ্কা
শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছে শ্রীলঙ্কা। সেই চাপ ধীরে ধীরে বাড়ছে। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে লঙ্কানদের সংগ্রহ সাত উইকেটে ৪৭৬ রান। দ্বিতীয় সেশনে আজ রোববার (৩১ মার্চ) ২৬ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে ৬৫ রান তোলে সফরকারীরা।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ১১৮ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪১১ রান তুলেছিল দলটি। বিশ্ব ফার্নান্দোকে নিয়ে দিনের শেষ সেশন শুরু করবেন কামিন্দু মেন্ডিস। ৫৪ রানে অপরাজিত আছেন প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা এই ব্যাটার।
দ্বিতীয় সেশনে লঙ্কানরা হারায় অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার উইকেট। খালেদ আহমেদের বলে লেগ বিফোর হন তিনি। বিদায় নেওয়ার আগে খেলেন ৭০ রানের ইনিংস। ডি সিলভার পর সপ্তম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন প্রভাত জয়াসুরিয়া। ২৮ রান করে সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
সিলেটের ব্যর্থতা ভুলে চট্টগ্রামে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ভক্তদের এমন প্রত্যাশা সময়ের সঙ্গে ফিকে হয়ে আসছে। ব্যাটারদের দাপটে সাগরিকায় চালকের আসনে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে এরইমধ্যে ৫০০ ছাড়ানোর কাছাকাছি দলটি। সবমিলিয়ে বেশ চাপে আছে বাংলাদেশ।