তিন উইকেট নিয়ে তিন সেশনে টিকে থাকার লড়াই
ক্রিজে স্বীকৃত ব্যাটার আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন সিরিজের আগের তিন ইনিংসে নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম। ২৬৮ রানে সাত উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্টের শেষ দিনে আজ বুধবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশ।
ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন আরও ২৪৩ রান। ৫১১ রানের লক্ষ্যে পুরো সিরিজ অনুযায়ী সবচেয়ে ভালো ব্যাটিং এই ইনিংসেই করেছে স্বাগতিকরা। আগের তিন ইনিংসে ২০০ পার করতে না পারা দলটি পার করেছে ২৫০। তবে, অর্ধশতক করা মুমিনুল হক, ৩৮ করা লিটন দাস কিংবা ৩৬ করা সাকিব আল হাসানের কেউ আরেকটু দায়িত্ব নিয়ে খেললে আজ হয়তো স্বপ্ন দেখা যেত জয় অথবা ড্রয়ের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ দিনে তাড়া করতে হবে ২৪৩ রান। হাতে পুরো তিন সেশন। কঠিন হলেও অসম্ভব নয়। সমস্যা হচ্ছে, ক্রিজে কোনো ব্যাকআপ নেই। মিরাজ ৪৪ রানে অপরাজিত আছেন, খেলেছেন ৪৯ বল। এমন পরিস্থিতিতে প্রয়োজন মাটি কামড়ে পড়ে থাকা। যে ধৈর্য বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে নেই। তাইজুল করেছেন ১৪ বলে ১০। সকালে কতক্ষণ টিকে থাকতে পারেন, সেটিই দেখার।
এই বাংলাদেশকে নিয়ে জয়ের অলীক স্বপ্ন কেউ দেখছে না। যদিও, এমন অবস্থা থেকে বিশ্ব ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর অসংখ্য নজির আছে। দলটি বাংলাদেশ বলেই কিনা স্বপ্নটা ফিকে। বরং, কতক্ষণ টিকে থাকতে পারে শেষ তিনটি উইকেট নিয়ে, সেটি মূল প্রশ্ন। মিরাজ-তাইজুল জুটি ভাঙলে ক্রিজে আসবেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। দুই পেসারের কাছ থেকে কিছু আশা করাও হবে বাতুলতা।