পান্ডিয়া-রোহিত ইস্যুতে মুখ খুললেন গাঙ্গুলি
চলতি আইপিএলে সবচেয়ে নাজুক অবস্থায় আছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিন ম্যাচ খেললেও এখনও জয়ের দেখা পায়নি দলটি। এর কারণ হিসেবে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার সম্পর্কের তিক্ততাকে দায়ী করছেন অনেকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাবেক কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে মাঠে নামার পর থেকেই দর্শকদের রোষানলে পড়েছেন পান্ডিয়া। প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে ঢুকে পড়ে একটি কুকুর। কুকুরটিকে দেখে দর্শকেরা ‘হার্দিক, হার্দিক...’ বলে চিৎকার করতে থাকেন। পরের ম্যাচে পান্ডিয়াকে জায়ান্ট স্ক্রিনে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন সমর্থকরা। সবমিলিয়ে রোহিতের জায়গায় অধিনায়ক হিসেবে পান্ডিয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না দলটির সমর্থকরা।
পান্ডিয়াকে দুয়ো দেওয়ার বিষয়ে গাঙ্গুলি বলেন, ‘আমার মনে হয় না, হার্দিক পান্ডিয়াকে সমর্থকদের দুয়ো দেওয়া উচিত। এটা ঠিক নয়। ফ্র্যাঞ্চাইজি তাকে নেতৃত্ব দিয়েছে। খেলাধুলায় এমনটাই হয়। ভারত, কোনো রাজ্য কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক যদি আপনি হন, তাহলে আপনাকে সে দায়িত্ব দেওয়া হয়। এটা হার্দিকের ভুল নয়, তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং আমার মনে হয়, সবার এই বিষয়টা বোঝা উচিত।’
রোহিতকে প্রশংসায় ভাসিয়ে গাঙ্গুলি বলেন, ‘রোহিত ভিন্ন মানের। এই ফ্র্যাঞ্চাইজি ও ভারতের হয়ে অধিনায়ক আর খেলোয়াড় হিসেবে ওর পারফরম্যান্স ভিন্ন পর্যায়ের। তবে এটিও হার্দিকের দোষ নয়, তাকে অধিনায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।’