দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ, আজ খেলবেন তো?
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা সংক্রান্ত কাজে আইপিএলের মাঝপথে দেশে আসেন পেসার মুস্তাফিজুর রহমান। গত বৃহস্পতিবার ভিসা সংক্রান্ত কাজ শেষ করলেও পাসপোর্ট ফেরত পেতে আরও তিনদিন বাংলাদেশেই থাকতে হয় তাকে। তবে, চেন্নাই ভক্তদের জন্য স্বস্তির খবর ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন কাটার মাস্টার।
গতকাল রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়াল দেন মুস্তাফিজ। ঘরের মাঠে আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে খেলতে নামবে দলটি। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে। কারণ, চিপকের উইকেটে বরাবরই মুস্তাফিজ বেশ কার্যকরী।
এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের একাদশে শুরু থেকেই নিয়মিত খেলেছেন মুস্তাফিজ। তবে চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচটিতে তিনি খেলতে পারেননি। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে আছেন শীর্ষ উইকেট শিকারীর তালিকার চারে। আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরাও।
অবশ্য, জাতীয় দলের ব্যস্ততার কারণে পুরো আইপিএল খেলতে পারবেন না মুস্তাফিজ। ঈদের পরই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। যার ফলে চলতি মাসের শেষেই চেন্নাই শিবির ছাড়তে হবে মুস্তাফিজকে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাকে এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছে বিসিবি।