দিল্লিতে ব্রুকের বদলি দক্ষিণ আফ্রিকার উইলিয়ামস
দাদীর মৃত্যুতে আইপিএল শুরুর আগেই নাম প্রত্যাহার করেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। হুট করেই এই মারকুটে ব্যাটারের সরে দাঁড়ানোয় বড়সড় ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। সহসাই কোনো বদলি না পেয়ে এবার দক্ষিণ আফ্রিকার পেসার লিজাড উইলিয়ামসকে দলে নিল ফ্র্যাঞ্চাইজিটি।
আজ সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে উইলিয়ামসকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে দিল্লি। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে উইলিয়ামসকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবারের মতো আইপিএলে অভিষেক হতে যাচ্ছে এই প্রোটিয়া পেসারের।
উইলিয়ামসের অন্তর্ভুক্তি যে পেস বোলিংয়ে ভারসাম্য বাড়াবে, তা নিশ্চিত। কেননা আগে থেকেই আছেন আরেক প্রোটিয়া তারকা আনরিখ নরকিয়া। লুঙ্গি এনগিদি থাকলেও পিঠের চোটের কারণে আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
সব মিলে টি-টোয়েন্টিতে উইলিয়ামস ৮৩ ম্যাচে ১০৬ উইকেট নিয়েছেন। গড় ১৯.৭৬। প্রোটিয়াদের হয়ে তিনি অভিষেক করেছেন ২০২২ সালের এপ্রিলে। জাতীয় দলের হয়ে দুটি টেস্টের পাশাপাশি চারটি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০২৩ বিশ্বকাপেও দলটির সদস্য ছিলেন।
পাঁচ ম্যাচে চার হারে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান দিল্লির। গতকালও মুম্বাইয়ের কাছে ২৯ রানে হেরেছে দলটি। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে জয়ের ধারায় ফেরার বিকল্প নেই দিল্লির।