রাজস্থানের হারের ম্যাচে অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা
টানা চার জয়ের ছন্দে রীতিমতো উড়ছিল রাজস্থান রয়্যালস। কালও জয়ের পথেই হাঁটছিল দলটি। কিন্তু গুজরাট টাইটান্সের কাছে কার্যত জেতা ম্যাচ হেরে গিয়েছে রাজস্থান। আইপিএলে গতকাল বুধবার শেষ দিকে নিয়ন্ত্রিত বোলিং না করায় হারতে হয়েছে রাজস্থানকে।
হারের সঙ্গে এবার রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন পড়লেন জরিমানার মুখে। স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা দিতে হবে স্যামসনকে।
এক বিবৃতিতে খবরটি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ‘জয়পুরে গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের ম্যাচে স্লো ওভার রেটের শাস্তি পাচ্ছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
জয়পুরে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান তোলে রাজস্থান। জবাব দিতে নেমে শেষের রোমাঞ্চে জয় তুলে নেয় গুজরাট টাইটান্স।