আইপিএলে টস টেম্পারিংয়ের অভিযোগ, ভিডিও ভাইরাল
ক্রিকেটের মাঠে বল বিকৃতির ঘটনা নতুন কিছু নয়। তবে টস বিকৃতির কথা শোনা যায়নি খুব একটা। তবে, চলতি আইপিএলে ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের বিরুদ্ধে টস বিকৃতির অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি হয়েছে দুই দিন আগে। কিন্তু সেই ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সৃষ্টি হওয়া একটি বিতর্ক এখনও চলছে। ছড়িয়ে পড়েছে সেই ম্যাচের টসের একটি ভিডিও। এই ম্যাচেই হোম টিম মুম্বাইকে টস জিততে সাহায্য করেছেন ম্যাচ রেফারি, এমন অভিযোগ তোলে আরসিবি সমর্থকদের একাংশ।
দাবি করা হয় যে, শ্রীনাথ নাকি কয়েনটি তোলার পরে তা ঘুরিয়ে নেন হাতে। বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসিও এ নিয়ে কোনো আপত্তি করেননি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি বা সুনির্দষ্ট অভিযোগ আসেনি।
এক্স ব্যবহারকারী একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘টসের একটা পরিষ্কার ভিডিও। এরপরও যদি সন্দেহ থাকে, তবে তুমি চোখের হাসপাতালে যাও, নাহলে মানসিক হাসপাতালে যেতে পারো।’
উল্লেখ্য, ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে বেঙ্গালুরু। রান তাড়ায় নেমে ঈশান কিষানের ৩৪ বলে ৬৯ ও সূর্যকুমার যাদবের ১৯ বলে ৫২ রানের ইনিংসে ২৭ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মুম্বাই।