রিংকুর হাতে সবসময় দুপুর ২টা ২০ বাজে কেন?
কলকাতা নাইট রাইডার্সের আলিগড়ের ছেলে রিংকু সিং। যার কথা মাথায় আসলেই চোখে ভাসে ৫ বলে টানা ৫ ছক্কা হাঁকানোর দৃশ্য। এইতো গত আইপিএলের কথা। কলকাতার জয়ের জন্য যখন ৬ বলে ২৮ রান দরকার, ঠিক তখনই নিজের খেলটা দেখালেন রিংকু। ব্যাট হাতে রুদ্ধমূর্তি ধারণ করে বনে গেলেন জয়ের নায়ক। রাতারাতিই পেয়ে গেলেন তারকা খ্যাতি!
এরপর আর পেছনে তাকাতে হয়। গুজরাটের বিপক্ষে ওই ম্যাচটি যেন জীবনটাই বদলে দিয়েছে রিংকু সিংহের। নিজের স্বপ্নের পথে হাঁটা রিংকু জায়গা পেয়ে গেছেন ভারতীয় দলেও। এবারের আসরেও কলকাতার হয়ে সমান তালে চলছে রিংকুর ব্যাট। দল যেমনই করুক রিংকু উড়ছেন আপন ছন্দে।
উড়তে থাকা রিংকুর ডান হাতে শোভা পাচ্ছে একটি ঘড়ি। সেটি অবশ্য ট্যাটুতে আঁকা ঘড়ি। যাতে সময় দেখাচ্ছে দুপুর ২ টা ২০ মিনিট! কেন দুপুর ২টা ২০ মিনিটই লেখা তার হাতে? আর কেনই বা এই সময়টা তার কাছে এত গুরুত্বপূর্ণ?
ভক্তদের মনের খোরাক মেটাতে এই প্রশ্নের উত্তর জানালেন রিংকু। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, এক সাক্ষাৎকারে ওই ট্যুাটু নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ওই সময়টায় ঠিক কী হয়েছিল!
কলকাতার এই ব্যাটার বলেছেন, ‘আইপিএলের নিলামে ওই সময়েই কেকেআর আমাকে কিনেছিল। ৮০ লাখ রুপি পেয়েছিলাম। ওই টাকা আমার পরিবারের জীবন বদলে দিয়েছিল। অনেক ধার হয়ে গিয়েছিল। সব ধার মেটাতে পেরেছিলাম। তার পর থেকে আমার পরিবার সুখে রয়েছে। সেই কারণেই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্তকে আমি হাতে আঁকিয়ে রেখেছি।’
ঘড়ির ট্যাটুর পাশাপাশি রিঙ্কুর হাতে লেখা রয়েছে ‘ফ্যামিলি’, অর্থাৎ, পরিবার। পাশে একটি গোলাপের ট্যাটু রয়েছে। শান্তির প্রতীকও আঁকিয়ে রেখেছেন তিনি। এই প্রসঙ্গে রিঙ্কু বলেছেন, ‘আমার কাছে আমার পরিবার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি সবাইকে ভালবাসি। শান্তিতে থাকতে চাই। সেই কারণেই এই ট্যাটুগুলো আঁকিয়েছি।’