বড় ম্যাচে আম্পায়ারিংয়ের মতো অভিজ্ঞ নন জেসি : সুজন
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে সাথিরা জাকির জেসির আম্পায়ারিং নিয়ে ওঠা বিতর্ক শেষের পথে। এর আগে, বিসিবির আম্পায়ার্স কমিটি থেকে জানানো হয় জেসির অধীনে খেলতে নাখোশ ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিতর্কের শুরুটা এখান থেকে, যা গড়িয়েছে অনেকটা পথ। এবার এই আলোচিত ইস্যুতে কথা বললেন আবাহনীর কোচ ও বিসিবি ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
গতকাল সোমবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই বিষয়ে কথা বলেন সুজন। এক প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘বড় খেলায়, আমি সবসময় মনে করি, আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত, যার অভিজ্ঞতা আছে। মাঠের চাপটা কিন্তু অনেক বড়। যদিও আজকালকের ক্রিকেটে আবাহনী-মোহামেডানের ম্যাচে আগের সেই চাপ নেই। তারপরও বড় দল খেলছে, জাতীয় দলের ক্রিকেটাররা খেলছে। আপনাকে এমন একজন আম্পায়ার দিতে হবে যার প্রতি খেলোয়াড়দের শ্রদ্ধাটা থাকে।’
তিনি আরও যোগ করেন, ‘সে বাংলাদেশের হয়ে ভবিষ্যতে খুব ভালো করবে। সে জাতীয় দলের সাবেক খেলোয়াড়। সবমিলিয়ে ক্রিকেটে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আম্পায়ার হিসেবে তার অভিজ্ঞতাটা আমার মনে হয় না প্রিমিয়ার লিগের মতো এত বড় ম্যাচে করার পর্যায়ে আছে।’
জেসিকে কেন বড় ম্যাচগুলোতে দিতে হবে? এমন প্রশ্নের জবাবে সুজনের উত্তর, ‘আমার মতে প্রিমিয়ার লিগের এত বড় একটা চাপের ম্যাচে আরেকটু বিচক্ষণ হতে হবে যে আম্পায়ারিং কারা করছে। আমাদের দেশে এত অভিজ্ঞ আম্পায়ার থাকতে কেন জেসিকে ওই ম্যাচে আম্পায়ারিংয়ে পাঠানোর প্রয়োজন হলো আমি জানি না।'
এদিকে, নারী আম্পায়ার নিয়ে সব বিতর্কের খোলাসা করেছেন জাতীয় দলে দুই ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ। নারী আম্পায়ারের অধীনে খেলতে চান না চাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন তারা। আপত্তি তোলা তো দূরের কথা, একজন নারী আম্পায়ার যে এতদূর এসেছে সেজন্য তাকে অভিনন্দন জানান তারা।