ভারতের বিশ্বকাপ দলে তিন ক্রিকেটারকে নিয়ে দ্বিধায় নির্বাচকরা
আইসিসির যেকোনো ইভেন্টে হট ফেভারিট হিসেবেই মাঠে নামে ভারত। গত ১৩ বছরে শিরোপা না জিতলেও কোহলিদের নিয়ে উন্মাদনার শেষ নেই। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে কেমন হবে ভারতের স্কোয়াড, তা নিয়েও বাড়তি আগ্রহ রয়েছে ভক্ত-সমর্থকদের।
ভারতীয় সংবাদমাধ্যমে মতে, দল ঘোষণা করতে বৈঠকে বসছেন নির্বাচকরা। যে কোনো সময় ঘোষণা হতে পারে ভারতের বিশ্বকাপ স্কোয়াড।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত হবে নির্বাচকদের বৈঠক। সেই বৈঠকেই চূড়ান্ত হবে বিশ্বকাপের স্কোয়াড। জানা গেছে, সেই মিটিংয়ে ভার্চুয়ালি যোগ দেবেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। যিনি বিশ্বকাপে ভারতের অধিনায়কের দায়িত্ব সামলাবেন।
ভারতের বিশ্বকাপ স্কোয়াডে মোটামুটি বেশিরভাগ জায়গা নিশ্চিত। কিছু পজিশন নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন নির্বাচকরা। উইকেটরক্ষক ব্যাটার—এই পজিশনের জন্য লড়ছেন চার ক্রিকেটার। রিশাভ পন্থের পাশাপাশি কেএল রাহুল, সঞ্জু স্যামসন ও দিনেশ কার্তিক। যদিও বয়স ও ফর্ম বিবেচনায় কার্তিকের সুযোগ পাওয়াটা ক্ষীণ।
ওপেনিংয়ে কে হবেন রোহিতের সঙ্গী, সেটিও নিশ্চিত নয়। কারণ রাহুল, স্যামসন কিংবা পন্থের মধ্যে নির্দিষ্ট কাউকে বেছে নেওয়া কঠিন নির্বাচকদের। এর মধ্যে তাদের সবাই আবার ওপেনিংয়ে ব্যাটিং করেন না। এর বাইরে কলকাতার রিঙ্কু সিং ও চেন্নাইয়ের শিবাম দুবেকে নিয়েও আছে জল্পনা।
সহ-অধিনায়ক নির্বাচন নিয়েও সমস্যায় পড়েছেন নির্বাচকরা। হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে রিশাভ পন্থকে। শেষমেশ সেই হিসেবে পন্থকে অনেকেই দলে দেখছেন। শেষমেশ কে হবেন রোহিতের ডেপুটি, পান্ডিয়া থাকবেন তো বিশ্বকাপ দলে? এই সব উত্তরের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।