বৃষ্টি আইনে ভারতের কাছে হার বাংলাদেশের
ভারতের বিপক্ষে বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই তুলে নেয় শেফালির ভার্মার উইকেট। মারুফা আক্তারের সেই একটি উইকেটই বাংলাদেশের একমাত্র আনন্দের উপলক্ষ্য। এরপর ব্যাটিংয়ে ভারত এগোতে থাকে দুরন্ত গতিতে। ৫.২ ওভারে এক উইকেট হারিয়ে ৪৭ রান তুলতেই বৃষ্টির বাগড়া। তাতে প্রায় এক ঘণ্টার মতো বন্ধ থাকে ম্যাচ।
পরবর্তীতে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ম্যাচ শেষের ঘোষণা দেন ম্যাচ অফিসিয়ালরা। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ভারত পায় ১৯ রানের জয়। ভারতের পক্ষে ২৪ বলে ৪১ রানে অপরাজিত থাকেন হেমলতা। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সফররত ভারত।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ করে ১১৯ রান।
আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৪ রানে দিলারা আক্তারের উইকেট হারায় স্বাগতিকরা। ৬ বলে ১০ রান করে দীপ্তি শর্মার বলে রেনুকা সিংয়ের ক্যাচে পরিণত হন দিলারা। আগের ম্যাচে একাই বাংলাদেশকে টেনে নেওয়া জ্যোতি এদিন ব্যর্থ হন ভালো ইনিংস খেলতে। ১১ বলে ছয় রান করে রাধা যাদবের বলে লেগবিফোর হন তিনি।
এরপর ভারতের নারীদের দেখেশুনে এগোচ্ছিল বাংলাদেশ। ম্যাচের মাঝখানে হঠাৎ হানা দেয় বৃষ্টি। বৃষ্টিতে প্রায় আধঘণ্টা বন্ধ থাকে ম্যাচ। বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৭০ রান। সে সময় ব্যাট হাতে ২৮ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন মুর্শিদা খাতুন। তার সঙ্গে ছিলেন রিতু মনি।
বৃষ্টির পর খেলা শুরু হলে দুজন মিলে দলীয় সংগ্রহ শতরান পার করেন। ১০১ রানের সময় জুটি ভাঙেন দীপ্তি। ১৮ বলে ২০ রান করে ফিরে যান রিতু। একপ্রান্ত আগলে রাখেন মুর্শিদা। ওপেনিংয়ে নেমে শেষ ওভারে রানআউট হওয়ার আগে ৪৯ বলে ৪৬ রান করেন তিনি।
ভারতের পক্ষে রাধা শিকার করেন তিন উইকেট। দুটি করে পান দীপ্তি ও পাতিল।