অভিজ্ঞদের নিয়ে নেপালের বিশ্বকাপ দল ঘোষণা
আরর ৩০ দিনের অপেক্ষা। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সেই ধারাবাহিকতায় অষ্টম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের গ্রুপ সঙ্গী নেপাল।
গতকাল বুধবার (১ মে) বিশ্বকাপ দল ঘোষণা করেছে নেপাল। রোহিত পাউডেলের নেতৃত্বে দলটিতে কেবল সন্দিপ লামিচানে থাকলেই পূর্ণতা পেত। ধর্ষণের দায়ে জেল খাটছেন এই লেগস্পিনার। অন্যথায় প্রত্যাশিত সবাই রয়েছেন নেপালের বিশ্বকাপের স্কোয়াডে।
দলে বড় কোনও চমক নেই। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা গুলশান ঝা দলটিতে রয়েছেন। জায়গা ধরে রেখেছেন ১৯ বছর বয়সী প্রতিস জিসি। ২০১৪ সালের ডেব্যু আসর থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন সোমপাল কামি। রয়েছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার করণ কেসি। তিনি দলটির সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়। স্পিন আক্রমণে নেতৃত্বে দেবেন ললিত রাজবংশী।
বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে নেপাল। যেখানে বাংলাদেশ ছাড়াও তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। ৪ জুন ডালাসে নেদারল্যান্ডের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে নেপাল।
নেপালের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, অনিল কুমার সাহ, কুশল ভুর্টেল, কুশল মাল্লা, দীপেন্দ্র সিং আইরি, ললিত রাজবংশী, করণ কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, প্রতিস জিসি, সন্দিপ জোরা, অবিনাশ বোহারা, সাগর ধাকাল ও কমল সিং আইরি।