সিরিজ বাঁচানোর আশায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ হারের শঙ্কা চেপে বসেছে বাংলাদেশকে ঘিরে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার (২ মে) ভারত নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
সিলেটের স্পোর্টিং উইকেটে বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টিতে ভালো বোলিং করেছিল। ব্যাটিং ব্যর্থতায় জেতা হয়নি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা মাঝারি সংগ্রহ দাঁড় করায়। ম্যাচে দু’দফার বৃষ্টি খেলা পুরোটা শেষ হতে দেয়নি। বৃষ্টি আইনে হেরে যায় বাংলার নারীরা।
আজ বাংলাদেশ হারলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে সফররত ভারত। নিগার সুলতানা জ্যোতিদের সামনে তাই এই ম্যাচ বাঁচা-মরার। জিতলে বেঁচে থাকবে সিরিজ জয়ের সম্ভাবনা। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি অবশ্য আশাবাদী নিজেদের দল নিয়ে। বাকিটুকু মাঠের খেলাতেই দেখা যাবে।
ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সুলতানা খাতুনের পরিবর্তে একাদশে ঢুকেছেন শরীফা খাতুন। ভারত নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।