কোহলির একটা বিশ্বকাপ প্রাপ্য : যুবরাজ সিং
আইসিসির যত টুর্নামেন্ট হয়, ভারত সেখানে শিরোপার অন্যতম দাবিদার থাকে। পুরো আসর দুরন্ত খেললেও কেন যেন শিরোপার কাছে গিয়ে খেই হারায় দলটি। শিরোপা আর ছুঁয়ে দেখা হয় না। গত ১১ বছর আইসিসির কোনো ট্রফিতে চুমু আঁকার সৌভাগ্য হয়নি ভারতীয় ক্রিকেটারদের।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত ফাইনালে গিয়ে বাজেভাবে হার মানে অস্ট্রেলিয়ার কাছে। আরেকটি বিশ্বকাপ বসতে যাচ্ছে আগামী জুনে। টি-টোয়েন্টি ফরম্যাটের বিশ্বকাপে যথারীতি হট ফেভারিট ভারত। বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিং মনে করেন, ভারতের তো বটেই, কোহলির একটা বিশ্বকাপ প্রাপ্য। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় আজ বৃহস্পতিবার (৯ মে) এক প্রতিবেদনে এমনটি জানায়।
যুবরাজ বলেন, ‘কোহলি সময়ের সেরা ক্রিকেটার। প্রায় সব রেকর্ডই ভেঙেছে সে। তার মতো একজনকে কেবল একটা বিশ্বকাপে মানায় না। আরেকটি বিশ্বকাপ পদক (চ্যাম্পিয়নদের যে মেডেল দেওয়া হয়) প্রাপ্য তার।’
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১৩-তে জেতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কোহলি তখন একেবারেই তরুণ। সময়ের ব্যবধানে তিনি পরিণত হয়েছেন। ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ হয়ে উঠেছেন। নিজেকে গড়ে তুলেছেন সময়ের সেরা ব্যাটার হিসেবে। সেই কোহলির হাতে এবারের বিশ্বকাপ দেখতে চান ২০১১ বিশ্বকাপের টুর্নামেন্টসেরা ক্রিকেটার যুবরাজ সিং।