সাকিবের বক্তব্যের সঙ্গে একমত নন হাথুরুসিংহে
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে কতটা প্রস্তুতি নিতে পেরেছে নাজমুল শান্তর দল, তা নিয়েও ওঠে প্রশ্ন। সিরিজ শুরুর আগেই দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান জানান, জিম্বাবুয়ের বিপক্ষে খেলে আর যাই হোক বিশ্বকাপের প্রস্তুতি সম্ভব নয়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
গতকাল বুধবার (১৫ মে) বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে সাকিবের বক্তব্যের বিষয়ে হাথুরুসিংহেৃ বলেন, ‘আমার মনে হয় না, কথাটা ঠিক। আমি মনে করি ম্যাচ খেলাটা সবসময়ই একটা ভালো প্রস্তুতি। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, যে কোনো দিন আপনি যে কোনো দলের কাছে হেরে যেতে পারেন। এটা সত্যি, আমরা হয়তো প্রতিপক্ষ জিম্বাবুয়ের চেয়ে শক্তিশালী। তারপরও আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলাটি অবশ্যই হেল্পফুল। প্রস্তুতিতে সহায়ক।’
অতীতে তেমন সাফল্যের দেখা না মিললেও এবারও প্রত্যাশাও কম নয়। নিজেদের লক্ষ্য জানিয়ে হাথুরুসিংহে বলেন, ‘আমি এটা বুঝি দেশ হিসেবে আমাদের প্রত্যাশা সব সময় উঁচুতে থাকে। কারণ আইসিসি ইভেন্টের বাইরে আমরা ভালো ক্রিকেট খেলে থাকি। নিজেদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। খেলোয়াড়, স্টাফ, ভক্ত এবং দেশের সবার মতো আমাদেরও প্রত্যাশা বেশি। তবে প্রথম বাধা হিসেবে গ্রুপ পর্বের কঠিন পথটা আগে অতিক্রম করতে হবে। আমরা অনেক শক্তিশালী গ্রুপে রয়েছি। এটা পার করতে পারলে বাকিটাও অতিক্রম করে যাওয়ার চেষ্টা করবো।’