লঙ্কানদের হারিয়ে বাংলাদেশকে চোখরাঙানি নেদারল্যান্ডসের
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ চারটি। ম্যাচগুলোতে প্রতিপক্ষ—শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও লঙ্কানদের বিপক্ষে ম্যাচের ফল নিয়ে শঙ্কা থাকলেও নেপাল ও ডাচদের বিপক্ষে ম্যাচে জয় প্রত্যাশা করছে বাংলাদেশ দল।
কিন্তু, টুর্নামেন্ট শুরুর আগেই সেই প্রত্যাশার জায়গায় ধাক্কা দিল নেদারল্যান্ডস। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ২০ রানে হারিয়ে সবাইকে অবাক করে দিল ডাচরা। সেই সঙ্গে বার্তা দিল বাংলাদেশকেও। দারুণ জয়ে বাংলাদেশকে সতর্কবাণী দিয়ে ডাচরা জানাল—লড়াইয়ের জন্য প্রস্তুত তারাও।
যুক্তরাষ্ট্রে গতকাল ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৮১ রান তোলে নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে পুরো ২০ ওভারও খেলতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ১৮.৫ ওভার স্থায়ী হয়ে ১৬১ রানেই গুটিয়ে গেছে ওয়ানিন্দু হাসারাঙ্গার দল।
এই ম্যাচের ফল থেকে স্পষ্ট বুঝা যায় যে—কোনোভাবেই ডাচদের হালকাভাবে নেওয়া যাবে না। নেপালের পাশাপাশি ডাচদের হারাতে হলে মাঠে নিজেদের সেরাটাই দিতে হবে শান্তদের। বিশেষ করে ব্যাটিংয়ে। কাল লঙ্কানদের শক্তিশালী বোলারদের পিটিয়েও স্কোরবোর্ডে ১৮১ রানে তুলেছে ডাচরা। অথচ বিশ্বকাপের আগ মুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ খেলেও একটিতেও ১৭০ পার করা পুঁজি পায়নি বাংলাদেশ। বরং একের পর এক ম্যাচে দেখিয়েছে ব্যাটিং দৈন্যতা। এই ব্যাটিং দৈন্যতা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে পারলেই কেবল জ্বলে ওঠা সম্ভব।
আগামী ২ জুন থেকে শুরু বিশ্বকাপ। ডালাসে ৮ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ১৩ জুন।