নামিবিয়াকে হারাতে নির্বাচক-কোচকে মাঠে নামাল অস্ট্রেলিয়া!
অস্ট্রেলিয়া বনাম নামিবিয়ার মধ্যকার প্রস্তুতি ম্যাচ। মাঠে দেখা গেল ডেভিড ওয়ার্নার-জস হ্যাজেলউইডদের সঙ্গে মাঠে নেমেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, ফিল্ডিং কোচ অ্যান্ড্রে বোরোভেচ। এমনকি ফিল্ডিং করতে দেখা গেল প্রধান নির্বাচক জর্জ বেইলিকেও!
অবাক করার ব্যাপার হলেও পোর্ট অব স্পেনে এমন ঘটনাই ঘটল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামিবিয়াকে হারাতে কোচিং স্টাফ ও নির্বাচককে নিয়েই মাঠে নামল ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে নামতে ১১জন ক্রিকেটার মেলাতে পারছিল না অস্ট্রেলিয়া। কারণটা সবার জানা। তাদের দলের বেশ কিছু ক্রিকেটারই আইপিএল খেলতে ব্যস্ত ছিলেন। আইপিএলের ব্যস্ততার পাশাপাশি ভ্রমণের ধকল সবমিলিয়ে তাদের কিছুটা বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
এই বিশ্রামের তালিকায় ছিলেন কলকাতার হয়ে খেলা মিচেল স্টার্ক, হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স থেকে শুরু করে ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। দলের এই ক্রিকেটাররা ছুটিতে থাকায় বাধ্য হয়ে মাঠে নামতে হয় কোচিং স্টাফদের।
অবশ্য এই মজার ম্যাচে নির্বাচক-কোচরা শুধু ফিল্ডিং করেছেন। আর পোর্ট অব স্পেনে অস্ট্রেলিয়াও জিতেছে সহজে। ম্যাচটিতে ৭ উইকেটে নামিবিয়াকে হারিয়েছে অসিরা।
এদিন আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১১৯ রান করে নামিবিয়া। জবাব দিতে নেমে ১০ ওভারেই ১২৩ রান করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ। ৬ জুন থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার মিশন। ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে লড়বে অসিরা। ‘বি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষগুলো হলো—ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।