কোহলির সমালোচনা করে বিপদে ধারাভাষ্যকার
সম্প্রতি শেষ হওয়া আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি। কোহলির ব্যাটে রান না থাকলেই বরং অবাক হতে হয়। আসরে সবচেয়ে বেশি ৭৪১ রান করেও সমালোচনার মুখে পড়েন সমকালের সেরা এই ব্যাটার। তাঁর ধীরগতির স্ট্রাইক রেট নিয়েই মূলত কথা হয়েছে টুর্নামেন্টজুড়ে। কোহলি অবশ্য আইপিএলের শেষ দিকে নিজের রানের গতি বাড়ান। আসর শেষ করেন ১৫৪. ৭০ স্ট্রাইক রেটে।
সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার–বাদ যাননি কেউই। এই তালিকায় ছিলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সাইমন ডুল। তবে, কোহলির সমালোচনা করে বিপদেই পড়েছিলেন সাইমন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, কোহলির সমালোচনা করে হত্যার হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি। অজ্ঞাত ব্যক্তিরা তাকে প্রাণনাশের হুমকি দেন।
যদিও সাইমন বলেন, ‘কোহলির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। সে যে মানের ক্রিকেটার, তার নিজেরই ভাবা উচিত এসব নিয়ে। সে দুর্দান্ত ক্রিকেটার। তাকে নিয়ে আমি হাজারটা ভালো কথা বলতে পারব। কিন্তু, যা সমালোচনার যোগ্য তা নিয়ে কথা বলতেই হয়। এটি নেতিবাচকভাবে নেওয়ার কিছুই নেই।’
এদিকে, আইপিএলের ব্যস্ততা শেষে সামনে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে অংশ নিতে ভারতের প্রায় সব ক্রিকেটার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে দলটি। তবে, দলের সঙ্গে এখনও যোগ দেননি বিরাট কোহলি। কবে তিনি যুক্তরাষ্ট্র যাবেন, সেই ব্যাপারে জানা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডেরও (বিসিসিআই)।