যুক্তরাষ্ট্রের পথে কোহলি, বাংলাদেশের বিপক্ষে খেলবেন কি?
আঙ্গুলের কড়ে গুনে দুদিন বাকি টি-টোয়েন্টি বিশ্বকাপের। আগামী ২ জুন থেকে শুরু হবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের মহাযজ্ঞ। তার আগে আগামীকাল শনিবার (১ জুন) ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ম্যাচটি বৈরি আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়।
শেষ প্রস্তুতি ম্যাচের আগে অনিশ্চয়তা ছিল বিরাট কোহলিকে নিয়ে। হার্দিক পান্ডিয়া ছাড়া ভারতীয় দলের সবাই যুক্তরাষ্ট্রে পৌঁছালেও গতকাল পর্যন্ত যাননি কোহলি। ঠিক কী কারণে তার দেরি, সেটি অজানা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডেরও (বিসিসিআই)। তবে, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানিয়েছে, অবশেষে যুক্তরাষ্ট্রের বিমানে উঠেছেন কোহলি। ইতোমধ্যে দলের সঙ্গে তার যুক্ত হওয়ার কথা।
সর্বশেষ আইপিএলে সবচেয়ে বেশি রান করা কোহলি বাংলাদেশ ম্যাচে খেলবেন কি না, সেই বিষয়ে কিছু জানায়নি বিসিসিআই। আইপিএলে দুই মাসের টানা ক্রিকেট, এরপর যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্লান্তি—দুইয়ে মিলে তাকে মূল আসর শুরুর আগে ভারত মাঠে নামাবে কি না সেটি অনিশ্চিত। ম্যাচ শুরু হলেই কেবল বোঝা যাবে। যদিও প্রস্তুতি ম্যাচে সবারই কমবেশি ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু দীর্ঘ ভ্রমণের পর কোহলি মাঠে নামেন কি না সেটাই দেখার অপেক্ষা।
বিশ্বকাপে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া বোর্ড থেকে ছুটি নিয়েছেন। প্রথম ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে বেশ ঝড় বয়ে গেছে। ফলে, এখনই মার্কিন মুলুকে পা রাখছেন না পান্ডিয়া। এছাড়া, পুরো ভারত দলই আছে সেখানে। করেছে অনুশীলন।