প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। আসরের প্রথম দিনেই আজ রোববার (২ জুন) মাঠে নেমেছে দলটি। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে ক্যারিবিয়ানরা। টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক রভম্যান পাওয়েল।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পরিষ্কার ফেভারিট ওয়েস্ট ইন্ডিজ। পাপুয়া নিউগিনি এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে আছে শিরোপাও।
টস জিতে পাওয়ের বলেন, ‘উইকেট দেখে মনে হচ্ছে আগে বোলিং নেওয়াটা ভালো হবে। বোলাররা সুবিধা পাবে। একদম ফ্রেশ উইকেট। তাই, এই সিদ্ধান্ত।’
এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ক্রিকেটের সবচেয়ে উত্তেজনা ছড়ানো ফরম্যাট টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠল আজ। উদ্বোধনী ম্যাচেই কানাডাকে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিল সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯৪ রান তোলে কানাডা। জবাবে ৩ উইকেট হারিয়ে ১৭.৪ ওভারে ১৯৭ রান তুলে ফেলে যুক্তরাষ্ট্র। ৭ উইকেটের জয়ে বিশ্বকাপে শুভসূচনা করল স্বাগতিকরা।