যুক্তরাষ্ট্রের পথে দুই বাংলাদেশি ক্রিকেটার, আসল ঘটনা কী?
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষে হতাশার হারে বেশ ব্যাকফুটে নাজমুল শান্তর দল। দলের এমন ধারাবাহিক ব্যর্থতায় ভক্তদের অনেকেই বিশ্বকাপ দলে পরিবর্তনের দাবি তুলেছেন। এর ওপর হুট করেই দুই ক্রিকেটারের যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা নতুন করে আলোচনায়। আসল ঘটনা কি তুলে ধরা হলো এনটিভি অনলাইনের পাঠকদের জন্য।
গতকাল মঙ্গলবার (৪ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র যাত্রার আগে বিমাবন্দরে একটি ছবি পোস্ট করেন ক্রিকেটার রনি তালুকদার। ক্যাপশনে যুক্তরাষ্ট্রের পতাকা ও একটি বিমানের ইমোজি জুড়ে দেন। যিনি কিন্তু বিশ্বকাপ দলের বিবেচনায় নেই। তবু হুট করে কেন তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন? এখানেই শুরু গুঞ্জনের।
নেটিজেনদের অনেকেই তার এই যাত্রাকে বিশ্বকাপ দলে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে মেলানোর চেষ্টা করেছেন। যে ছবি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিসিবির পক্ষ থেকে কিছু জানানো না হলেও জানা গেছে বিশ্বকাপ খেলতে নয় বরং ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
শুধু রনি নয় তার সঙ্গে রয়েছেন ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম নাজমুল ইসলাম অপু। বাঁহাতি এই স্পিনারকেও রনির সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে। জাতীয় দল সংশ্লিষ্ট নয় কেবলই নিজেদের জন্য বিশ্বকাপের দেশে যাচ্ছেন তারা।