অস্ট্রেলিয়াকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছে না ওমান
ধারে-ভারে ওমানের চেয়ে যোজস যোজন এগিয়ে অস্ট্রেলিয়া। কোনো পরিসংখ্যানেই অসিদের সামনে দাঁড়ানোর সুযোগ নেই ওমানের। সেই অস্ট্রেলিয়াকেই বিশেষভাবে দেখতে নারাজ ওমান। তাদের, কাছে স্রেফ সবার মতো ভিন্ন একটি দল অস্ট্রেলিয়া। সব পরিসংখ্যানকে দূরে রেখে ক্রিকেটের মহাশক্তিশালী অসিদের মোকাবিলা করবে ওমান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল বৃহস্পতিবার বারবাডোজের কেনসিংটন ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওমান। এই ম্যাচটিকে বিশেষভাবে দেখছেন না দলটির অধিনায়ক আকিব ইলিয়াস।
এই প্রথম সাবেক চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ওমান। ‘বি’ গ্রুপের ম্যাচটি মাঠে গড়ানোর আগে অসিদের নিয়ে অধিনায়ক আকিব বলেছেন, ‘প্রথমত এটি বড় বিষয়, বিশ্বকাপের মূল পর্বে খেলা, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলা। তো এটি ভালো অভিজ্ঞতা। তবে এই যে বড় নাম বা বড় ব্যাপার, এসব মাঠের বাইরের বিষয়। মাঠে নামার পর কোনো বড় নাম নেই। মাঠে নিজের চেয়ে বড় কেউ নেই। তো এটি আমাদের জন্য আরেকটি ম্যাচ এবং আমরা এটি ভাবছি না বিশেষ কারও বিপক্ষে খেলতে যাচ্ছি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে ইতিবাচক ওমান। দলটির দলপতি বলছেন, ‘আমরা নিজেদের মধ্যে অনেক কথা হয়েছে বলেছি। সব কিছু ইতিবাচক রাখছি আমরা। আমার গিয়ে জনে জনে বলার কিছু নেই যে, তারা স্টার্কের বল খেলবে। বিশ্বের সেরা বোলারের বিপক্ষে খেলার আগে এটা এমনিই যে কারও মাথায় চলে আসে। এটি আরও জেঁকে বসবে যদি অধিনায়ক হয়ে আমিও বারবার বলতে থাকি। তাই আমরা ম্যানেজমেন্টের পক্ষ থেকেও ইতিবাচক থাকছি।’