বিশ্বকাপ মিশন শুরুর আগে পাকিস্তান শিবিরে দুঃসংবাদ
স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ম্যাচ শুরু আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়।
মূল টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরুর আগেই দুঃসংবাদ পেল দলটি। চোটে পড়েছেন দলটির তারকা ক্রিকেটা ইমাদ ওয়াসিম। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচেও তাকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বলেছে, ‘চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার আমেরিকার বিরুদ্ধে ইমাদ খেলতে পারবে না। গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে নেটে ব্যাট করার সময় ডান দিকের পাঁজরে চোট লেগেছিল ইমাদের। আশা করছি ৯ জুন, ভারতের বিরুদ্ধে নামার আগে ইমাদ সুস্থ হয়ে যাবে।’
যদিও ভারতের বিপক্ষে খেলা নিয়ে যদি-কিন্তু আছে বলে মনে করেন দলটির অধিনায়ক বাবর আজম। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে ইমাদ নেই। ওর সেরে ওঠার উপর অনেক কিছু নির্ভর করছে। ও পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারবে কি না তা ওর সুস্থতার উপর নির্ভর করছে।’
বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের প্রথম ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বাবর বলেন, ‘ইমাদ ওয়াসিম সাইড স্ট্রেনে ভুগছে। আমরা মেডিকেল প্যানেলের সাথে আলোচনা করেছি।
পাকিস্তানের বিশ্বকাপ দল :
বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মহাম্মদ আব্বাস আফ্রিদি, মহাম্মদ আমির, মহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, স্যাম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি এবং উসমান খান।