যুক্তরাষ্ট্রের কাছে লজ্জায় ডুবে হতাশ বাবর
টি-টোয়েন্টির সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান। পরিস্কারভাবে এবারও ছিল ফেভারিটের কাতারে। নিজ গ্রুপে তো অবশ্যই সেরা দুটি দলের মধ্যে একটি। অথচ সেই পাকিস্তানই দেখল মুদ্রার উল্টো পিঠ। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হারে ডুবল বাবর আজমের দল। স্বাগতিকদের কাছে ওমন হারের পর হতাশার বাক্য ফুটে উঠল পাকিস্তান অধিনায়কের মুখে।
আসলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অনেকটা নিশ্চিত জয় ভেবেই রেখেছিল। স্বাভাবিকভাবেই ধারেভারে কোনো দিক দিয়েই পাকিস্তানের কাছাকাছি ছিল না যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারের রোমাঞ্চে হেরে গেল পাকিস্তান। গতকাল বৃহস্পতিবার রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে লজ্জায় ডুবে পাকিস্তান।
হারের পর সংবাদ সম্মেলনে হাজির হন অধিনায়ক বাবর আজম। এমন হতাশার দিনের অনুভূতি প্রকাশ করতে বাবরও উচ্চারণ করলেন হতাশার বাণী। পাকিস্তান অধিনায়ক বললেন, ‘হ্যাঁ, আমি হতাশ। তিন বিভাগেই আমরা ভালো খেলতে পারছি না।’
এর পর নিজেদের হারার কারণ ব্যাখ্যা করে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘প্রথমে আমি ব্যাটিং নিয়ে বলব। প্রথম ৬ ওভারে বল একটু থেমে আসছিল ও সুইং করছিল। তবে আমরা জুটি গড়ার সঙ্গে পরিস্থিতির উন্নতি হয়েছে...যখন আমরা টানা দুটি উইকেট হারিয়েছি, তখনই (ম্যাচের) মোড় ঘুরেছে। পেশাদার হিসেবে এমন পারফরম্যান্স কিংবা এমন দলের বিপক্ষে ব্যাটিংয়ে, বিশেষ করে মাঝের ওভারগুলোয় ভালো করতেই হয়। এটা কোনো অজুহাত নয় যে তারা (যুক্তরাষ্ট্র) ভালো খেলেছে। আমরা খারাপ খেলেছি।’
গতকাল রাতে নির্ধারিত ওভারে জয়ের দুয়ারে গিয়েও শেষ বলে সমীকরণ মেলাতে পারেনি যুক্তরাষ্ট্র। তবে, শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান নিতিশ কুমার। সুপার ওভারে গিয়েও দুর্দান্ত যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করে পাকিস্তানকে ছুঁড়ে দেয় ১৯ রানের বিশাল লক্ষ্য। যা পাড়ি দিতে ব্যর্থ পাকিস্তান। অবিশ্বাস্য ম্যাচে বাবরদের উড়িয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের ১১তম ম্যাচে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে খেলার উপলক্ষ দারুণ জয়ে রাঙাল স্বাগতিকরা।