ভক্তদের ভালো ম্যাচ উপহার দিতে চান শান্ত
বেশ অস্বস্তি নিয়ে টি-টোয়েন্টি অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমত, বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। দ্বিতীয়ত, টপ অর্ডাররা কিছুতেই পারছেন না নিজেদের মেলে ধরতে। তৃতীয়ত, যিনি অধিনায়ক তার ব্যাটও হাসছে না। সেই সঙ্গে দলে চোটের হানা তো আছেই।
এত অস্বস্তি নিয়েই আগামীকাল শনিবার (৮ জুন) ভোরে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি শুরুর আগের দিন ভক্তদের আশার কথা শোনালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভক্তদের একটি ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক।
শান্ত বলেছেন, ‘আমাদের ওপর সব সময়ই তো দর্শকের প্রত্যাশা থাকে। সবাই চায় আমরা ভালো খেলি। আমরাও চাই ভালো খেলে বাংলাদেশের মানুষকে ভালো কিছু উপহার দিতে। আমরা শক্তি অনুযায়ী যদি খেলতে পারি, আশা করি ভালো ম্যাচ উপহার দিতে পারব।’
শ্রীলঙ্কার বিপক্ষে নতুন দিনে নতুনভাবেই শুরু করতে চান অধিনায়ক। বলেছেন, ‘এটা সত্যি সাম্প্রতিক সময়ে টপ অর্ডাররা ভালো করতে পারেনি বা পারছে না। তবে কাল একটা ভিন্ন দিন, ভিন্ন ম্যাচ। যার জায়গায় ঘাটতি আছে, শতভাগ দিয়ে উন্নতি করার চেষ্টা করছে। আগের চেয়ে তারা ভালো অবস্থায় আছে, যতটা নেটে অনুশীলন হয়েছে। আগে কী হয়েছে তা ভুলে কাল একটা নতুন দিন। নতুন দিনে শুরুটা যে ভালো করবে, যে সেট হবে, তার ভালো দায়িত্ব খেলা শেষ করা আসা।’