সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য বিশাল উপহার
‘সাকিব আল হাসান আর কিংবদন্তি শব্দ দুটি সমার্থক’, তাসকিন আহমেদ।
‘সাকিব আল হাসান একজন কিংবদন্তি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চমৎকার ছন্দ ধরে রেখেছেন’, তানজিম সাকিব।
সাকিবকে নিয়ে বাংলাদেশের দুই পেসারের বন্দনা বাক্য। এ দুজন ভুল বলেননি। গত দেড় দশকে বাংলার ক্রিকেটকে যেভাবে আগলে রেখেছেন, সামর্থ্যের প্রায় সবটা দিয়ে উজাড় করে দিয়েছেন, তাতে তাকে কিংবদন্তি বলাটা ভুল হবে না। ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি যিনি নিজেকে নিয়ে গেছেন আকাশসম উচ্চতায়। রোহিত শর্মার সঙ্গে একটা জায়গায় মিল আছে সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল শনিবার (৮ জুন) ভোরে মাঠে নামলেই ইতিহাস গড়বেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত ও সাকিবই কেবল খেলছেন সব আসর।
যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আগের আট আসরের সবগুলো খেলেছিলেন সাকিব। একমাত্র বাংলাদেশি হিসেবে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আরও একটি অর্জন হাতছানি দিয়ে ডাকছে তাকে।
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট সাকিবের। ৩৬ ম্যাচে ৪৭ উইকেট নিয়ে অপেক্ষা এখন অর্ধশতকের। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় বর্তমানের কেউ নেই সাকিবের ধারেকাছে। দ্বিতীয় সেরা উইকেট পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদির। তার উইকেট ৩৯টি। তিনে থাকা লাসিথ মালিঙ্গার উইকেট ৩৮। এ ছাড়া, সেরা পাঁচে থাকা বাকি তিনজন (পঞ্চম স্থানে যৌথভাবে দুজন) সাঈদ আজমল, অজন্তা মেন্ডিস ও উমর গুল—কেউই এখন আর খেলছেন না।
এমন ম্যাচের আগে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। যেখানে ওপরে বলা তাসকিন ও তানজিমের অভিমত ফুটে উঠেছে। সেই পোস্টের শিরোনামে আইসিসি লিখেছে, ’সাকিব বাংলার ক্রিকেটের জন্য বিশাল এক উপহার!’ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোধকরি বাড়িয়ে বলেননি কিছু।