ব্যাটারদের ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন শান্ত
শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ। তবে, নাটকীয় জয় পেলেও ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি ব্যাটাররা। আর তাদের এমন ধারাবাহিক ব্যর্থতায় বেশ চিন্তিত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। লঙ্কানদের বিপক্ষে ব্যর্থতার দায় মাথা পেতে নিলেন তিনি।
আজ শনিবার (৮ জুন) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এর আগে এমন প্রেশারের ম্যাচ আর খেলিনি। আল্লাহর রহমতে আজকে আমরা ম্যাচ জিতেছি। আমরা সবাই জানতাম ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে। আমরা বোলিংয়ে কিন্তু শুরুটা ভালো পাইনি। এরপর সবাই যেভাবে শান্ত ছিল।’
শান্ত আরও যোগ করেন, ‘ব্যাটারদের কোনো আলাদা বার্তা দেওয়া ছিল না। উইকেট দেখে যার যেটা দায়িত্ব ছিল, সেটাই করার কথা ছিল। আর ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তার কারণ আছে বলে আমার মনে হয় না। খুব প্রেশার ম্যাচ ছিল। দিনশেষে আমরা জিততে চেয়েছি। রেজাল্ট যদি চিন্তা করি, তাহলে দুটো পয়েন্ট আমরা পেয়েছি।’
ব্যাটারদের প্রসঙ্গে শান্ত আরও বলেন, ‘ব্যাটাররা সবাই জানে আমরা ভালো ব্যাটিং করিনি। কিন্তু সবাই প্রতিদিন ভালো খেলবে না। যেমন হৃদয় খুব ভালো ইনিংস খেলেছে। রিয়াদ ভাই খেলাটা শেষ করল। লিটন অনেকদিন পর দারুন শুরু করেছে। কিছু কিছু জায়গায় ভালো আছে। আমি আশা করব যে যেদিন সেট হবে, সে যেন খেলাটা জিতিয়ে আসে। দলের সাত জন ব্যাটারই ভালো খেলবে, এটা আশা করি না। যেভাবে আমরা খেলার মাঝখানটায় কামব্যাক করেছি সেটা দারুণ ছিল, বিশেষ করে বোলার ফিল্ডারদের অবদানে।’