ছক্কার বল গিয়ে পড়ল ভক্তের পায়ে, দুঃখ প্রকাশ হৃদয়ের
বাংলাদেশের ইনিংসের ১২তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার তিন বলে তিন ছক্কা হাঁকান তাওহিদ হৃদয়। যা এই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। তবে, সেই ছক্কার একটি বল গিয়ে লাগে এক বাংলাদেশি ভক্তের পায়ে। ম্যাচ শেষে বিষয়টি জানতে পারেন হৃদয়। স্ট্যাটাস দিয়ে ভক্তের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।
ম্যাচে হৃদয়ের মারা ৮৮ মিটারের সেই ছক্কাটি লাগে খেলা দেখতে আসা এক প্রবাসী বাংলাদেশি ভক্তের পায়ে। বলের আঘাতে বেশ ব্যথা পান সেই ভক্ত। ব্যথা পেয়ে একটি গণমাধ্যমকে সেই ভক্ত বলেন, ‘আমি অনেক খুশি। ক্যাচ ধরতে পারিনি। ব্যথা পেয়েছি, তবে কোনো বিষয় না এটা। খুবই ভালো খেলেছে, আজকে ম্যাচ টেম্পারমেন্ট ভালো ছিল। পরপর তিনটা ছয়, যেটা খেলার মোড় ঘুরিয়ে দেয়।’
সেই বিষয়টি পরবর্তীতে জানতে পারেন হৃদয়। ম্যাচশেষে সেই ভক্তকে নিয়ে স্ট্যাটাস দিতেও করেননি ভুল। সেই স্ট্যাটাসে হৃদয় লেখেন, ‘ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে। প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টিশার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে। কখনও দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।’