লজ্জার রেকর্ডে সবার ওপরে সৌম্য
কিছুতেই ফর্মে ফেরানো যাচ্ছে না ওপেনার সৌম্য সরকারকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পর বিশ্বকাপের মঞ্চেও হাসছে না বাঁহাতি এই ব্যাটারের ব্যাট। লম্বা সময় ধরে ফর্মে না থাকলেও বিশ্বকাপ যাত্রায় দলের সঙ্গে আছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি সৌম্য। এতে আবারও হতাশ হয়েছেন ভক্তরা। তবে, রান না পেলেও অস্বস্তিকর এক রেকর্ড গড়েছেন সৌম্য।
বিশ্বকাপে সৌম্য সরকারের দলে সুযোগ পাওয়ায় আলোচনা হয়েছিল বেশ। প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে সেই আলোচনার যেন আগুনে ঘি ঢেলে দিলেন সৌম্য। লঙ্কানদের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে সাজঘরে ফেরেন সৌম্য। ধনঞ্জয়া ডি সিলভার বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক’ মারার রেকর্ড এখন বাংলাদেশের এই ওপেনারের দখলে। এ নিয়ে ১৩ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ডাক সৌম্য সরকারের। চারটি ডাক আছে তার। মাত্র ১৬ ইনিংসে এমন কীর্তি তার।
সৌম্য অবশ্য স্বস্তি পারেন এই ভেবে যে, এ তালিকায় তিনি একা নন। তার সমান ডাক রয়েছে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংয়ের। তবে সৌম্য লজ্জা পাবেন আরেক পরিসংখ্যানে। ১৩ ডাক সৌম্য মেরেছেন মাত্র ৮৪ ম্যাচ খেলেই। আর স্টার্লিংয়ের লেগেছে ১৪৪ ম্যাচ। শূন্য রানে আউট হওয়ার তালিকায় দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন এবং ভারতের রোহিত শর্মা। তাই সৌম্যকে পেছনে ফেলে তাদেরও এগিয়ে যাওয়ার শঙ্কা থাকছে।