আবারও প্রতিপক্ষকে অল্পতে থামাল দক্ষিণ আফ্রিকা
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ৭৭ রানে অলআউট করে লজ্জা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আবারও প্রতিপক্ষকে লজ্জায় ফেলেছে প্রোটিয়ারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (৮ জুন) নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে দলটি। টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠিয়ে থামায় অল্পতেই। শতরান পার করলেও বেশিদূর এগাতে পারেনি তারা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ১০৩ রান।
যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের মাত্র তৃতীয় বলেই উইকেট হারায় নেদারল্যান্ডস। রানের খাতা খোলার আগেই মার্কো জ্যানসেনের শিকার হন ডাচ ওপেনার মাইকেল লেভিট। অপর ওপেনার ম্যাক্স ও’দোদের ব্যাটও হসেনি। দুই রান করে তিনিও বিদায় নেন। ওয়ানডাউনে নামা বিক্রমজিৎ সিংকে বোল্ড করেন জ্যানসেন।
প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে ডাচ ব্যাটারদের। অরেঞ্জ আর্মিরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অথিনায়ক স্কট এডওয়ার্ডসের ব্যাট থেকে আসে ৯ বলে ১০ রান। রান আউটের দুর্ভাগ্যে বিদায় না নিলে হয়তো ডাচদের ভরসার জায়গাটা বেঁচে থাকত।
স্কোরবোর্ডে ৪৮ রান তুলতেই ছয় উইকেট হারায় নেদারল্যান্ডস। সেখান থেকে দলের সম্মান রক্ষা করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও লোগান ফন বিক। সপ্তম উইকেটে দুজনের ৫৪ রানের জুটিতে শতরান পার করে ডাচরা। ৪৫ বলে ৪০ রান আসে সাইব্র্যান্ডের ব্যাট থেকে। ওটনেইল বার্টম্যানের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ফন বিক করেন ২২ বলে ২৩ রানে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে চার ওভারে মাত্র ১১ রান দিয়ে বার্টম্যান শিকার করেন চার উইকেট। সমান দুটি করে উইকেট নেন জ্যানসেন ও এনরিখ নরকিয়া।