অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গ্রুপপর্বে বৃষ্টির কারণে ভেস্তে যায় তাদের প্রথম ম্যাচ। অন্যদিকে, অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। জয় দিয়ে শুরু করেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার (৮ জুন) দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া পরস্পর মুখোমুখি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে বোলিং বেছে নিয়েছে ইংল্যান্ড।
ক্রিকেটের সবচেয়ে পুরোনো ও আকর্ষণীয় লড়াইয়ের একটি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ। চিরশত্রু দুই প্রতিপক্ষ গ্রুপপর্বেই মুখোমুখি হওয়াতে ছড়াচ্ছে উত্তাপ। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় আসরে টিকে থাকতে ইংলিশদের জয়ের বিকল্প নেই। অসিদের সামনে সুযোগ ম্যাচ জিতে নিজেদের আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যাওয়ার।
ইংলিশ অধিনায়ক জস বাটলার বলেন, ‘ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের খেলা সবসময়ই চ্যালেঞ্জিং। প্রথম ম্যাচে আমরা খেলতে পারিনি। আজ আশা থাকবে ম্যাচ শেষ করার। অবশ্যই, প্রত্যাশা জয়ের। ম্যাচটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’
অসি অধিনায়ক মিচেল মার্শ বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সবসময়ই আলাদা। ভিন্ন এক চ্যালেঞ্জ ও তাড়না কাজ করে। তারা এই ফরম্যাটে সেরা। তবে, আমরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।’