জেতা ম্যাচ কেন হারল পাকিস্তান, জানালেন বাবর
টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতকে অলআউট করেছে পাকিস্তান, সেটাও আবার মাত্র ১১৯ রানে। কিন্তু সেই রান তাড়া করতে গিয়েই ধরাশায়ী পাকিস্তানি ব্যাটাররা। রিজওয়ান-ইমামদের ধীর ব্যাটিংয়ে জেতা ম্যাচ হেরে গেল পাকিস্তান। এমন হারের কারণ কী, ম্যাচশেষে তাই জানালেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
গতকাল রোববার (৯ জুন) দিনগত রাতে ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবর বলেন, ‘আমি মনে করি তারা শেষ দশ ওভারে ভালো বোলিং করেছে। আমরা মাত্র ১২০ রান তাড়া করছিলাম। প্রথম ১০ ওভারে ভালো অবস্থানে ছিলাম। কিন্তু এরপরই টানা উইকেট হারিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল যে এক-দুই রান করে নিব এবং খারাপ বল পেলে মারব। কিন্তু এই সময়ে আমরা অনেক বেশি ডট বল খেলি। যা আমাদের চাপে ফেলে।’
বাবর আরও যোগ করেন, ‘আমরা নিচের সারির ব্যাটারদের থেকে খুব বেশি কিছু আশা করতে পারিনা। আমরা প্রথম ৫-৬ ওভারে ভালো অবস্থানে ছিলাম। পিছ দেখেও অস্বাভাবিক মনে হয়নি। বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল। কিছুটা স্লে ছিল যদিও। কিছু বল অতিরিক্ত বাউন্স করছিল। আসলে ড্রপ ইন পিচ, তা এমনটা প্রত্যাশিত।’
এই নিয়ে চলতি বিশ্বকাপেট টানা দুই ম্যাচ হারের ধাক্কা খেল পাকিস্তান। ভারতের বিপক্ষে তাদের বাজে রেকর্ড অব্যাহত থাকল। অথচ ১০ ওভার শেষেও জয়ের পাল্লা তাদের দিকে ভারী ছিল। হাতে ছিল ৯ উইকেট, আস্কিং রেট প্রায় ৬। কিন্তু আনপ্রেডিক্টেবল পাকিস্তান দেখল আরেকটি বিস্ময়কর হার।