এখনও সুপার এইটে যেতে পারে পাকিস্তান, মেলাতে হবে যে সমীকরণ
এবারের বিশ্বকাপের শুরুটা ভুলে যেতে চাইবে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষেও তীরে গিয়ে তরী ডুবল বাবর আজমের দলের। আপাতদৃষ্টিতে সুপার এইটের আশা অনেকটা ফিকে হয়ে গেলেও কাগজে কলমে সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। তবে, মেলাতে হবে কঠিন এক সমীকরণ।
বিশ্বকাপ শুরুর আগেও পাকিস্তানকে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছিল। কিন্তু শুরুর দুই ম্যাচেই তা ভুল প্রমাণ করেছেন বাবররা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, শেষ দুই ম্যাচ শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে গ্রুপের বাকি দলগুলোর দিকেও। গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সঙ্গী হিসেবে আছে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। এই পাঁচ দলের মধ্যে দুই দল যাবে পরের রাউন্ডে।
দুই হারে পাকিস্তানের পয়েন্ট শূন্য। যুক্তরাষ্ট্র ও ভারত টানা দুই ম্যাচে জয়ে পেয়েছে। তাতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। পাকিস্তানের পরের দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং কানাডা। পরের রাউন্ডে যেতে হলে পাকিস্তানকে প্রথমেই আয়ারল্যান্ড ও কানাডার সঙ্গে জিততে হবে।
আর শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। এরপর আসবে বাকি হিসেবনিকেশ। সেখানে ভারত ও যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। পাকিস্তানকে শেষ আটে তুলতে হলে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবশ্যই জিততে হবে ভারতকে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ম্যাচটা জিততে হবে আয়ারল্যান্ডকে। তাহলেই আসবে নেট রানরেটের হিসেব। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ভারত ও দ্বিতীয় দল হিসেবে যাওয়ার সুযোগ পাবে পাকিস্তান। তবে, এক্ষেত্রেও আছে মারপ্যাঁচ। পয়েন্ট সমান হলেও যুক্তরাষ্ট্র থেকে নেট রানরেটে অবশ্যই এগিয়ে থাকতে হবে বাবরদের।