বাদ সৌম্য, যেমন হলো বাংলাদেশ একাদশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। যাদের বিপক্ষে এখনও এই ফরম্যাটে জয়হীন বাংলাদেশ। এই হারের বৃত্ত ভাঙতে আজ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ম্যাচের একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন নিয়মিত হতাশ করা সৌম্য সরকার। একের পর এক সুযোগ পেয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। তাইতো তাকে বাদ দিয়ে জাকের আলি অনিককে বেছে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
এ ছাড়া আর কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। যথারীতি তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজকে নিয়ে মাঠে নেমছে নাজমুল হোসেন শান্তর দল।
জয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের সামনে এবার দক্ষিণ আফ্রিকা পরীক্ষা। বিশ্বকাপের ২১তম ম্যাচে আজ সোমবার (১০ জুন) প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে আগে বোলিংয়ে বাংলাদেশ। মূলত নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের মন্থর পিচে পরে ব্যাট করলে ভুগতে হয় দলগুলোকে। তাই আগে ব্যাটিংটাই বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
ক্রিকেটে বরাবরই শক্ত প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তাছাড়া এই ফরম্যাটে কখনোই প্রোটিয়াদের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। সেই প্রোটিয়াদের হারিয়েই বিশ্বকাপের সুপার ফোরে যেতে মুখিয়ে আছে চন্ডিকা হাথুরুসিংহের দল।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, জাকের আলি, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।