এবার তাওহিদের আউট নিয়ে মুখ খুললেন রমিজ রাজা
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে রান তাড়ায় নেমে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন তাওহিদ হৃদয়। তার আউটসহ গুরুত্বপূর্ণ সময়ে বিতর্কিত ডেড বলের নিয়মে কপাল পুড়েছে বাংলাদেশের। ম্যাচের পর জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় আম্পায়ারিং ইস্যু।
এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাও। তার মতে, দক্ষিণ আফ্রিকার কাছে হারের জন্য স্নায়ুচাপকে বেশি দুষছেন এই সাবেক ক্রিকেটার। পাশাপাশি তাওহিদ হৃদয়ের আউটটাও নিয়েও প্রশ্ন তুলেছেন রমিজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘উপমহাদেশের আরও একটি দলের ম্যাচ জেতা উচিত ছিল এবং তারা জিততে পারেনি। যেখানে সমস্যা হয়েছে, তা হলো স্নায়ুতে। টেম্পারামেন্ট, জেতার ইচ্ছা, রান তাড়ার সক্ষমতা, আপনার ম্যাচ বুঝতে পারার ক্ষমতা—পাকিস্তানের মতো বাংলাদেশের ক্ষেত্রেও এসব কিছু প্রশ্নবিদ্ধ হয়েছে। দেখুন, ১০০–এর কাছাকাছি স্কোর তো করা উচিত ছিল। উইকেট যেমন হোক, কন্ডিশন যেমন হোক, প্রতিপক্ষ যে–ই হোক (এই রান নিয়ে নেওয়া উচিত ছিল)।’
এরপর রমিজ বিতর্কিত ইস্যুতে বলেন, ‘দক্ষিণ আফ্রিকার জন্য আনন্দের এবং বাংলাদেশের জন্য হতাশার মুহূর্ত ছিল হৃদয়ের আউট হয়ে যাওয়া। সে দারুণ ব্যাট করছিল। সে সহজাত প্রতিভাও বটে। ভয়ডরহীন ক্রিকেট খেলে। কিন্তু রাবাদার বলে তাকে এমন একটি আউট দিয়ে দিয়েছে আম্পায়ার, যেটি না দিলেও পারত। ওই আউট নাও হতে পারত। সেটা ছিল আম্পায়ার্স কল এবং বল লেগেছে অনেক ওপরে। এরপর লেগ সাইড দিয়ে বল চলেও যাচ্ছিল। মনে হচ্ছে ভাগ্যও বাংলাদেশের পক্ষে ছিল না। তখন আম্পায়ার যদি হৃদয়ের আউট না দিত; কারণ, সেটা আউট না হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল, তবে এই ম্যাচ বাংলাদেশ জিততেও পারত। আর এমন সময়েই রাবাদা একটি দারুণ ব্রেক থ্রু এনে দিয়েছে। যার ফলে হৃদয় আউট হয়েছে এবং শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশের হাত থেকে বেরিয়ে গেছে।’