চাপে থাকা পাকিস্তানকে হারানোর অপেক্ষায় কানাডা
বিশ্বকাপে শুরু পাকিস্তানের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়েছেন বাবর আজমরা। এরপর ভারতের কাছে হেরে সুপার এইটে ওঠাই এখন যদি-কিন্তুর ওপর নির্ভর করছে।
এমন চাপের মুখে থাকা পাকিস্তান আজ মঙ্গলবার মোকাবিলা করবে কানাডাকে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কানাডার মুখোমুখি হবে বাবর আজমের দল। টানা দুই হারে আত্মবিশ্বাস হারানো পাকিস্তান কি পারবে কানাডার পরীক্ষায় পাশ করতে?
পাকিস্তানের পিঠ যখন দেয়ালে ঠেকেছে তখন আয়ারল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বারের তুঙ্গে কানাডা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষেও জয় পেতে মরিয়া দলটি। যেমনটা জানিয়েছেন কানাডা অধিনায়ক সাদ বিন জাফর।
কানাডা অধিনায়কের বিশ্বাস, ভালো ক্রিকেট খেলতে পারলে যেকোনো দলকেই হারানোর সামর্থ্য আছে তাদের। অধিনায়ক বলেছেন, ‘আমাদের সবাই ইতিবাচক মানসিকতায় আছে। আমাদের সবশেষ ম্যাচটি খুবই ভালো হয়েছে। এটা আমাদের মধ্যে এই বিশ্বাস তৈরি করেছে যে, আমরা যদি ওই দিনটিতে ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারব।’
সাদ বিন জাফার আরও বলেন, ‘আমি জানি, আমরা পাকিস্তানের মতো শীর্ষমানের ও অনেক অভিজ্ঞ একটি দলের বিপক্ষে খেলতে যাচ্ছি। তবে বাস্তবতা হচ্ছে, তারা যে ঘরানার ক্রিকেটের জন্য পরিচিত সেটা খেলতে পারছে না। তারা চাপে আছে। প্রথম দুটি ম্যাচ হেরেছে। তাই, ওই দিন যদি ভালো ক্রিকেট খেলতে পারি এবং ম্যাচের শুরুতে তাদেরকে চেপে ধরতে পারি, তাহলে যেকোনো কিছু সম্ভব।’