নামিবিয়ার স্বপ্ন ভেঙে সুপার এইটে অস্ট্রেলিয়া
ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজেদের আধিপত্য ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ আটে এক পা দিয়ে রেখেছিল অসিরা। এবার তৃতীয় ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে আসরের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল ২০২১ আসরের চ্যাম্পিয়নরা।
আজ বুধবার (১২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে ১৭ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় নামিবিয়া। জবাব দিতে নেমে ৮৬ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মিচেল মার্শের দল।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে ঝড় বইয়ে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ওয়ার্নার ৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে আউট হলে হাল ধরেন হেড। তাণ্ডব চালাতে তার সঙ্গে এসে যোগ দেন অধিনায়ক মার্শ। দ্রুত গতিতে রান তুলে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই দলকে পৌছে দেন জয়ের বন্দরে। হেড ১৭ বলে ৫ চার ও ২ ছক্কার মারে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ১৮ রান করে অপরাজিত ছিলেন মার্শ।
এর আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি নামিবিয়া। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক না থাকলেও দলে থাকা জশ হ্যাজেলউড, নাথান এলিস ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে সামলাতেই খাবি খেয়েছে তারা। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৭ ওভারে ৭২ রানে অলআউট হয় দলটি। অস্ট্রেলিয়ার পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন জাম্পা।
এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো নামিবিয়ার। কারন ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান দলটির। শেষ ম্যাচ জিতলেও ৪ এর বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ নেই নামিবিয়ার। অন্যদিকে, ৫ পয়েন্ট নিয়ে বর্তমানে দুইয়ে অবস্থান করছে স্কটল্যান্ড।