সাকিবের কড়া সমালোচনায় শেবাগ, পাল্টা জবাব ইমরুলের
লজ্জা থাকলে সাকিবের অবসর নেওয়া উচিত—দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বীরেন্দ্র শেবাগ। যা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। এই বিষয়ে এবার শেবাগকে পাল্টা জবাব দিলেন ক্রিকেটার ইমরুল কায়েস।
চলতি বিশ্বকাপে ছন্দে নেই সাকিব আল হাসান। ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন এই অলরাউন্ডার। যা দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। সাকিবের এমন পারফরম্যান্স দেখে বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বীরেন্দ্র শেবাগ। এরই পরিপ্রেক্ষিতে দেশের একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটকে দেওয়া অন্য একটি সাক্ষাৎকারে শেবাগের সেই মন্তব্যের জবাব দিয়েছেন ইমরুল।
শেবাগের মন্তব্যের বিষয়ে কায়েস বলেন, ‘একেকটা দেশের প্লেয়াররা আরেক প্লেয়ারকে ভিন্নভাবে মূল্যায়ন করে, এটা খুবই স্বাভাবিক। শেবাগ তার পুরো ক্যারিয়ারজুড়েই এমন মন্তব্য করেছে। আমাদের দেশে ক্রিকেট খেলার মতো কোনো পরিবেশও নাই। আমাদের দেশের দশ উইকেট নেওয়ার মতো সামর্থ্য নেই—এমন মন্তব্যও করেছেন তিনি। ওনার মতো একজন কিংবদন্তি ক্রিকেটার কি চিন্তা করে কথা বলে, আমি জানি না। ’
কায়েস আরও বলেন, ‘আপনি শচীন, রাহুল দ্রাবিড় বা যারা ভারতের কিংবদন্তি ক্রিকেটার আছে তারা কেউ এভাবে কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলে না। যেহেতু আমার মনে হয় শেবাগ নিজের ক্যারিয়ারে এই সম্মান পায়নি, সে হয়তো অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে সেই সম্মান দিতে জানে না। এটা মনে রাখতে হবে, ১-২ দিনে সাকিব তৈরি হয়নি। আপনি তার ক্যারিয়ারের এতসব অর্জন দেখেন। সে লম্বা সময় আইসিসির বিশ্বসেরা অলরাউন্ডার ছিল। এই ধরনের প্লেয়ারকে নিয়ে কথা বলার ক্ষেত্রে একটু সম্মান দেওয়া উচিত। আর শেবাগের কথায় কান দিয়ে কোনো লাভ নেই।’
এর আগে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেছিলেন, ‘‘আপনি (সাকিব) একজন এতো সিনিয়র খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আর এরপরও আপনার এতো বাজে গেমসেন্স! আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। অনেক হয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত।’