শান্তর যে কথায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ
সময়ের সাথে ভরসার পাত্র হয়ে উঠছেন স্পিনার রিশাদ হোসেন। জাতীয় দলের সুযোগ পাওয়ার পর থেকেই নিজেকে প্রমান করে যাচ্ছেন এই ক্রিকেটার। চলতি বিশ্বকাপে তার পারফরম্যান্স এক কথায় অবিশ্বাস্য। শ্রীলঙ্কার পর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও দারুন বোলিংয়ে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
বাংলাদেশের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় নেমে ভালোই ব্যাটিং করছিল ডাচরা। একটা সময় মনে হচ্ছিল হয়তো ম্যাচটা হেরেই যাবে বাংলাদেশ। তবে, গুরুত্বপূর্ণ সময়ে দারুন বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ। এই পুরো কৃতিত্বটা দিতে হয় অধিনায়ক শান্তকে। কারণ তিনি রিশাদকে সঠিক সময়ে ব্যবহার করার পাশাপাশি সাহস যুগিয়েছেন।
এই বিষয়ে রিশাদ বলেন, ‘শান্ত ভাই আমাকে বলেছেন, তুই পারবি, চেষ্টা কর, বাকিটা আল্লাহর ইচ্ছা। যখনই বোলিংয়ে আসি, চিন্তা করি দলকে কী দেওয়া যায়। উইকেট দিয়ে হোক কিংবা ডট বল দিয়ে হোক; চেষ্টা করেছি শুধু। বাকিটা আল্লাহ দিয়েছেন।’
রিশাদ আরও জানান, ‘সব জয়ের মধ্যেই ভালো লাগা কাজ করে। অবদান রাখতে পেরে ভালো লাগছে। সবার শরীরী ভাষা, সবার যে চেষ্টা ছিল, সেটা অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ চেষ্টা করব আরও কীভাবে উন্নতি করা যায়। নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছি। ভেবেছি, এখান থেকে একটা-দুইটা উইকেট নিলে খেলাটা আবার আমাদের দিকে চলে আসবে। আমি এটা করার চেষ্টা করেছি।’
উল্লেখ্য, ইনিংসের ১৫তম ওভারের প্রথম ৩ বলে রিশাদ দিয়েছিলেন ৭ রান। তবে এর পরের তিন বলের মধ্যে ফিরিয়েছেন এঙ্গেলব্রেখট ও বাস ডি লিডিকে। তাতেই মূলত ঘুরে যায় ম্যাচের ভাগ্য। রিশাদ এর পরের ওভারে আবার ফেরান ফন বিককে। সব মিলিয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ।