বৃষ্টিতে পণ্ড ম্যাচ, সুপার এইটে যুক্তরাষ্ট্র
ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। জিতলেই নিশ্চিত হবে সুপার এইট। সহজ সমীকরণের দিনে শুক্রবার (১৪ জুন) বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। কোনো বল মাঠে গড়ানোর আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তাতে অবশ্য লাভই হয়েছে যুক্তরাষ্ট্রের। চার ম্যাচ শেষে ‘এ’ গ্রুপ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে পা রাখল মার্কিনিরা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়ল চলমান আসরের সহ-স্বাগতিকরা।
গ্রপপর্বে যুক্তরাষ্ট্রের এটিই শেষ ম্যাচ। তবে, বৃষ্টির কারণে এমনকি হয়নি টসও। দফায় দফায় ম্যাচ অফিসিয়ালরা মাঠ পর্যবেক্ষণ করেছেন। অন্তত পাঁচ ওভারের শুরু হয় বৃষ্টি। পিচের পরিস্থিতি খেলার উপযোগী না হওয়ায় শেষমেশ ম্যাচ বাতিল করা ছাড়া উপায় থাকেনি আম্পায়ারদের। এতে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড দুদলই পেয়েছে একটি করে পয়েন্ট।
গ্রুপ এ-তে এখন পর্যন্ত শীর্ষে আছে ভারত। তিন ম্যাচের সবকটিতে জিতে আগেই পরের পর্ব নিশ্চিত করেছে তারা। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র। প্রথমবার অংশ নেওয়া দলটি আসর শুরু করে কানাডাকে হারিয়ে। এরপর পাকিস্তানের সঙ্গে সুপার ওভারে পায় ঐতিহাসিক জয়। ভারতের সঙ্গে তৃতীয় ম্যাচটিও জমিয়ে তুলেছিলেন অ্যারন জোন্স-সৌরভ নেত্রবালকাররা।
মার্কিন মুলুকে ক্রিকেট অত জনপ্রিয় নয়। সেখানে বিশ্বকাপ আয়োজন বেশ বড় ব্যাপারই। যদিও, তাদের ক্রিকেট দলকে দেখে মনেই হয়নি তারা এই টুর্নামেন্টে নতুন। আইসিসি সহযোগী সদস্য হয়েও হারিয়েছে পূর্ণ সদস্য পাকিস্তানকে। তা ছাড়া, ভারত-পাকিস্তানের গ্রুপ থেকে পরের পর্বে যাওয়া, চাট্টিখানি কথা নয়।