গতবারের রানার্সআপ পাকিস্তান এবার গ্রুপপর্বেই বাদ
পাকিস্তানের বিদায় একপ্রকার নিশ্চিতই ছিল। টানা দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারে কোণঠাসা হয়ে পড়ে দলটি। তৃতীয় ম্যাচে কানাডাকে হারালেও তাদের ভাগ্য ঝুলে থাকে সমীকরণের মারপ্যাঁচে। ‘এ’-গ্রুপে সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্র হারলে এবং শেষ ম্যাচে একই দলকে বাবর আজমরা বড় ব্যবধানে হারালে একটা ক্ষীণ আশা ছিল।
ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্কে শুক্রবার (১৪ জুন) আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের। কিন্তু, বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি ম্যাচের একটি বলও। এমনকি হয়নি টসও। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তাতে কপাল পোড়ে পাকিস্তানের। ম্যাচ পণ্ড হওয়ায় যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড দুদলই পেয়েছে একটি করে পয়েন্ট। ফলে, চার ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের পয়েন্ট দাঁড়ায় পাঁচ। এই পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটে পা রাখল মার্কিনিরা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়ল চলমান আসরের সহ-স্বাগতিকরা।
যুক্তরাষ্ট্রের সামনে অবশ্য সমীকরণ ছিল সহজ। জিতলেই নিশ্চিত হবে সুপার এইট। সহজ সমীকরণের দিনে বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ। লাভই হয়েছে মার্কিনিদের। সুপার এইট শুরু হওয়ার আগে অন্তত চোটে পড়েনি কোনো ক্রিকেটার। কারণ, গ্রপপর্বে এটিই তাদের শেষ ম্যাচ।
গ্রুপ এ-তে এখন পর্যন্ত শীর্ষে আছে ভারত। তিন ম্যাচের সবকটিতে জিতে আগেই পরের পর্ব নিশ্চিত করেছে তারা। শেষ ম্যাচে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে রোহিত শর্মার দল। কানাডার সঙ্গে যে সম্ভাবনা নেই বললেই চলে। যেখানে আয়ারল্যান্ডকে হারালেও আর লাভ নেই পাকিস্তানের। গত আসরের রানার্সআপ দলটিকে এবার গ্রুপপর্ব শেষেই ধরতে হবে বাড়ির পথ।