একটি জয়ের আশায় আগে বোলিংয়ে নিউজিল্যান্ড
এবারের বিশ্বকাপটা নিঃসন্দেহে ভুলে যেতে চাইবে নিউজিল্যান্ড। দলটির সোনালি প্রজন্ম নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া কিউইরা আশ্চার্যজনকভাবে ধসে পড়েছে মূল মঞ্চে। এমন কি বিদায়ও নিশ্চিত হয়ে গেছে কেইন উইলিয়ামসনদের। তবুও একটি জয়ের আশায় আজ শনিবার উগান্ডার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড বনাম উগান্ডা। সি গ্রুপের ম্যাচটিতে উগান্ডার বিপক্ষে টসে জিতে আগে বোলিং বেছে নিয়েছে কিউইরা।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। যার দুটিতেই মিলেছে হার। দুই হারে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে। ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজের পর আফগানিস্তান সুপার এইট নিশ্চিত করে ফেলেছে। তাতে কপাল পুড়েছে কেইনদের।
এখনও পয়েন্টের খাতা খুলতে না পারা নিউজিল্যান্ড অন্তত চাইছে শেষটা জয়ে করতে। তাই লক্ষ্য শেষ দুই ম্যাচে উগান্ডা ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় তুলে নেওয়া। সেই লক্ষ্যেই আজ মাঠে নেমেছে নিউজিল্যান্ড।
অন্যদিকে দিনের অন্য ম্যাচে এই মুহূর্তে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নেপাল। ডি গ্রুপের ম্যাচটির আগেই দক্ষিণ আফ্রিকার সুপার এইট নিশ্চিত। তবুও স্রেফ নিয়মরক্ষার ম্যাচ নেপালের মুখোমুখি এইডেন মার্করামরা।